বিশেষ প্রতিনিধি ঃ– জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বাংলাদেশ বেতার সদর দপ্তরের উপপরিচালক মো. ফখরুল করিম এর পিএইচডি ডিগ্রি অনুমোদন করেছেন। তাঁর পিএইচডি গবেষণার অভিসন্দর্ভটির শিরোনাম ” বাংলাদেশের বেতার নাটকে সমাজবাস্তবতা ও শিল্পশৈলী : মমতাজউদদীন আহমদের নাটক” ।
তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যত্তত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুল ইসলামের তত্ত্বাবধানে গবেষণা কর্মটি সম্পন্ন করেন। তাঁর গবেষণায় বেতার নাটকে সমাজবাস্তবতার স্বরূপ এবং শিল্পশৈলীর নান্দনিকতা সম্পর্কে বিস্তারিত তথ্য ও উপাত্ত রয়েছে। এছাড়াও বাংলাদেশ বেতার থেকে সম্প্রচারিত মমতাজউদদীন আহমদের নাটকগুলোতে কিভাবে সমাজবাস্তবতা এবং শিল্পশৈলীর উপস্থিত রয়েছে সে সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য ও উপাত্ত সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়েছে।
মো. ফখরুল করিম ২৪তম বিসিএস ( তথ্য) ক্যাডারের একজন সদস্য। তিনি বাংলাদেশ বেতার সিলেট, রংপুর, কক্সবাজার কেন্দ্রে কাজ করেছেন।
তিনি অডিও নাটক ও প্রামাণ্য অনুষ্ঠান নির্মাণ ও প্রযোজনা করে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। তিনি একজন কবি, গীতিকার, নাট্যকার এবং গল্পকার।
তাঁর পাঁচটি কবিতার বই এবং একটি ছোটগল্পের বই প্রকাশিত হয়েছে। মো. ফখরুল করিম ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের দরিল্যা গ্রামের কাদির সরকার বাড়ির সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম মোঃ রেজা এ করিম এবং মাতার নাম ফাতেমা বেগম। তিনি বিবাহিত এবং এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।
Leave a Reply