মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :

শ্রমিকদের ন্যায্য পাওনা দিচ্ছে না মুন্নু অ্যাগ্রো

রিপোর্টারের নাম:
  • আপডেট : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৪৭০ পঠিত

শ্রমিকদের ন্যায্য পাওনা দিচ্ছে না শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ। কোম্পানিটির ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিবাব বছরের আর্থিক প্রতিবেদন নিরীক্ষায় এমন মতামত জানিয়েছেন নিরীক্ষক।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

নিরীক্ষক জানিয়েছে, মুন্নু অ্যাগ্রোতে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডে (ডব্লিউপিপিএফ) ১৫ লাখ ১২ হাজার টাকা আছে। এর মধ্যে অন্তর্ভুক্ত আছে আগের হিসাব বছরের (২০১৯-২০) ১২ লাখ ৩৮ হাজার টাকা।

২০০৬ সালের শ্রম আইনের ২৩২ ধারা অনুযায়ী, হিসাব বছর শেষ হওয়ার ৯ মাসের মধ্যে ফান্ড বিতরণের বিধান আছে। কিন্তু ওই ফান্ড কর্মীদের মধ্যে বিতরণ না করে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে মুন্নু অ্যাগ্রো কর্তৃপক্ষ। তবে, কোম্পানি ওই অর্থ দেওয়ার জন্য ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর জন্য বিএসইসির কাছে আবেদন করেছে।

প্রসঙ্গত, ১৯৮২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ। কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ ২ কোটি ৭৩ লাখ টাকা। এর মধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণির (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৫৭.০২ শতাংশ। কোম্পানিটি শেয়ার মঙ্গলবার (২১ ডিসেম্বর) সর্বশেষ লেনদেন হয়েছে ৬০৫ টাকায়।

 

শেয়ার করুন:

এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি