সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন

কেন্দুয়ায় ২ বছরে ৯৬ অভিযোগ নিষ্পত্তি

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ২৬৩ পঠিত

কেন্দুয়া প্রতিনিধি :২ বছরে যৌতুকের জন্য নির্যাতন,দাম্পত্যকলহ,ভরণপোষণের ১০৮ টি অভিযোগের মধ্যে ৯৬ টি অভিযোগ নিষ্পত্তি করেছে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি। ,২৮ জুলাই পৌরশহরের সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত কেন্দুয়া উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি দ্বি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক কল্যাণী হাসান তাঁর বক্তব্যে এই তথ্য প্রকাশ করেন।কল্যাণী হাসান বলেন, গত দুই বছরেআমাদের দ্বায়িত্ব পালনকালে যৌতুকের জন্য নির্যাতন ৫০, দাম্পত্যকলহ ৪৩, স্ত্রী-সন্তানে ভরণপোষণের অভিযোগ ১৫ টি পেয়েছি।, এরমধ্যে সালিশ বৈঠকে ৯৬ টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। ৯ অভিযোগ লিগ্যাল এইডসে মাধ্যমে মামলায় সহযোগীতাসহ ৩ টি অভিযোগ সালিশ মিমাংসার পক্রিয়াধীন রয়েছে। এছাড়াও ১৫ টি বাল্যবিবাহ বন্ধ করা হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানে বাল্যবিবাহ, যৌন হয়রানি,মাদক – নারীর প্রতিসহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন করা হয়েছে। চাঞ্চল্যকর নারী নির্যাতনের ঘটনায় মানববন্ধন, ৩টি ধর্ষণ ঘটনায় ধর্ষিতাকে প্রাথমিক চিকিৎসাসহ সার্বিক সহযোগীতা হয় সংগঠনের পক্ষ থেকে। সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি আহবায়ক দিদারুল ইসলাম।

জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি দেলোয়ারা বেগম,সম্পাদক আলপনা বেগম, কেন্দুয়া উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি রইচ উদ্দিন মাস্টার, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বাঙ্গালী, স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রশিক্ষক লুৎফর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বাঙ্গালী, নুরুল আমিন, সাংবাদিক রাখাল বিশ্বাস, আসাদুল করিম মামুন প্রমুখ।,

সম্মেলন পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতা সভাপতি পদে রইচ উদ্দিন মাস্টার ও সাধারণ সম্পাদক পদে কল্যাণী হাসান নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন:

এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি