মোহনগঞ্জ সংবাদদাতা । নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় সার এর সঠিক মূল্য নিশ্চিত করতে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহমেদ আকুঞ্জি ( ১১ সেপ্টেম্বর ) রবিবার বিকাল সাড়ে পাঁচটায় মনিটরিং কার্যক্রম শুরু করেন। কোন রকম অনিয়ম না থাকায় ভ্রাম্যমান আদালতে কোন ডিলারকে জরিমানা করা হয়নি।
মোহনগঞ্জে রবিবার বিকালের সার এর সঠিক মূল্য নিশ্চিত করতে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সাথে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন, মোহনগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম রতন, এ এস আই মোঃ আঃ ছাত্তার সহ সঙ্গীয় পুলিশ ফোর্স। মোহনগঞ্জ বাজারে ৫/৬ টি ডিলারের দোকান তদারকি করেন। এছাড়াও ঝিমটি বাজারের সারের দোকান তদারকি করেন।
মোহন গঞ্জ উপজেলায় চলতি আমন মৌসুমে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। উপজেলা কৃষি অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এর নিবিড় মনিটরিং চলমান রয়েছে, তারা নিয়মিত বাজার তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা করছেন ফলে সঠিক মূল্যে সার পাচ্ছে কৃষক, জরুরী প্রয়োজনে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সারের সরবরাহ ঠিক রাখতে সঠিক সময়ে সার উত্তোলন করতে এবং সঠিক মূল্যে সার বিক্রয়করতে ডিলারদের কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়। তাছাড়া প্রতিটি ইউনিয়নের জন্য উপসহকারী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহমেদ আকুঞ্জি বলেন, কৃষকের যেকোন অভিযোগ সত্যতা পেলে আমলে নিয়ে ডিলারের বিরুদ্ধে আইনক ব্যবস্থা নেওয়া হবে । এ সময় সার মালিক সমিতির সভাপতি মোঃ গোলাম রাব্বানী সহ বেশ কয়েকজন ডিলার উপস্থিত ছিলেন।
Leave a Reply