বিশেষ প্রতিনিধি ঃ নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থানা পুলিশ ১১ নভেম্বর গভীর রাতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ২ জুয়ারি সহ ৭ জনকে গ্রেপ্তার করে শুক্রবার নেত্রকোণা বিজ্ঞ আদালতে আসামীদেরকে সোর্পদ করা হয়েছে।,
পুলিশ সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জের নির্দেশে এসআই কানাইলাল চক্রবর্তীসহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বড়কাশিয়া আলমগীর মাষ্টারের মালিকানাধীন হোসেন মিয়া দুচালা টিনের ঘরে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা মাইলোড়ার মৃত বাচ্চু মিয়ার ছেলে ইমরান মিয়া (২৪), বড়কাশিয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম ওরফে সোহাগ (৩২)। তাদেরকে মোহনগঞ্জ থানায় জুয়া আইনে মামলা রুজু করে নেত্রকোণা বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
অপরদিকে মোহনগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা তামিল করার বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন জায়গা থেকে মোট ৫জনকে গ্রেপ্তার করে। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, জুয়া, মাদক ও গ্রেপ্তারী পরোয়ানা তামিল করার বিশেষ অভিযান চলছে।
Leave a Reply