সরকারি বিধিমোতাবেক তেতুলিয়া আল্ হেলাল দাখিল মাদ্রাসা, ডাকঘর – তেতুলিয়া মীরপাড়া, উপজেলা – কেন্দুয়া, জেলা – নেত্রকোনার জন্য জনবল কাঠামো ও এমপিও নীতিমালা – ২০১৮ ( ২৩ নভেম্বর সংশোধিত) অনুযায়ী শূন্যপদে একজন সহকরী সুপার, সৃষ্টপদে একজন নিরাপত্তাকর্মী ও একজন আয়া আবশ্যক।
সহকারী সুপার পদে ২০০০/- টাকা, অন্যান্য পদে ১০০০/- টাকা ( অফেরতযোগ্য) রূপালী ব্যাংক, কেন্দুয়া শাখা, নেত্রকোনা সঞ্চয়ী হিসাবে- ০৯৫০-০১০-০০০৫৮২ ব্যাংক জমার রসিদ / ড্রাফট, প্রয়োজনীয় কাগজপত্র ও ছবিসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সুপার বরাবর আবেদন করুন। পূর্বের বৈধ প্রার্থীদের আবেদন বলবৎ থাকবে। সুপার।
Leave a Reply