সরকারি বিধি মোতাবেক শূন্য পদে ০১ (এক) জন সহ-সুপার, এবতেদায়ী প্রধান ও নৈশ প্রহরী এবং নবসৃষ্ট পদে ০১ (এক) জন করে নিরাপত্তাকর্মী, আয়া ও কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগ দেওয়া হইবে। সহ-সুপার, এবতেদায়ী প্রধান ও কম্পিউটার ল্যাব অপারেটর পদের জন্য অফেরৎযোগ্য ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকার পোস্টাল অর্ডার এবং অন্যান্য পদের জন্য ৫০০/- (পাঁচশত) টাকার অফেরৎযোগ্য পোস্টাল অর্ডার আবেদনের সাথে জমা দিতে হইবে। সর্বশেষ বিজ্ঞপ্তিতে আবেদনকৃত প্রার্থীদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই।
বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে নিম্ন ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হইল। বরাবর, সুপার, পি.জি. দারুচ্ছালাম দাখিল মাদ্রাসা, ডাকঘর-পনারপারুয়া, উপজেলা-কলমাকান্দা, জেলা-নেত্রকোণা।
Leave a Reply