গন্ডা ইসলামিয়া ফাজিল(স্নাতক)মাদরাসা, ডাকঘর: গন্ডা, উপজেলা: কেন্দুয়া, জেলা:নেত্রকোণার জন্য সর্বশেষ জনবল কাঠামো-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) ও ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের নিয়োগবিধি অনুযায়ী একজন অধ্যক্ষ, গ্রেড-৪,স্কেল-৫০,০০০/= টাকা, একজন এবতেদায়ীপ্রধান, গ্রেড-১১, স্কেল-১২,৫০০/= টাকা, পদে ও নবসৃষ্ঠ পদে একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, গ্রেড-১৬, স্কেল-৯,৩০০/= টাকা, আবশ্যক।
অধ্যক্ষ পদে ২০০০/= টাকা, এবতেদায়ীপ্রধান ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরপদে ১০০০/= টাকার অফেরতযোগ্য ব্যাংকড্রাফট, অগ্রণীব্যাংক, কেন্দুয়া শাখার অনুকূলে এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সভাপতি বরাবর আবেদন করুন। পূর্বের আবেদন বহাল থাকিবে।
-সভাপতি
Leave a Reply