মজিবুর রহমান: নেত্রকোনার কেন্দুয়ায় সাদেক আহম্মেদ নামে এক শিক্ষকের মোটরসাইকেল ছিনতাই হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনাটি রোববার রাত ১১ টার দিকে কেন্দুয়া—আঠারবাড়ি সড়কের কেন্দুয়া পৌরশহরের চকপাড়া খানকা এলাকায় ঘটে।
ক্ষতিগ্রস্ত সাদেক আহম্মেদ পাইকুড়া ইউপির কাওয়ালিকান্দা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও একই গ্রামের বাসিন্দা। ক্ষতিগ্রস্ত সাদেক আহম্মেদ জানান, গ্রাম থেকে রাতে কেন্দুয়া পৌরশহরের বাসায় ফিরছিলাম। কেন্দুয়া—আঠারবাড়ি সড়কের চকপাড়া এলাকায় পৌছলে সামনে থেকে ছিনতাইকারীরা টর্চ লাইটের আলো দিয়ে তার গতিরোধ করে। পরে অস্ত্রের মূখে মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়।
ছিনতাইকৃত মোটরসাইকেলটি হলো ডিসকভার ১১০, কিশোরগঞ্জ—হ ১২—৬৬১৯। কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনা মামলা দায়ের প্রস্তুতি চলছে। এস/জ
Leave a Reply