মোহনগঞ্জ সংবাদদাতা: নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল ২৪ এপ্রিল ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়া জাহান ওসমানী এর সভাপতিত্বে এবং স্যানিটারী ইন্সপেক্টর শম্ভুনাথ সরকারের সঞ্চালনের মাধ্যমে জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিন কিশোর-কিশোরীদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
মোহনগঞ্জ মহিলা কলেজের ও মোহনগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬০ জন ছাত্রী অবহিত করেন সভায় উপস্থিত ছিলেন।
এতে বক্তব্য রাখেন মোহনগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বজলুর রহমান আনসারী, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ জাহান, মোহনগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম রতন, ডাঃ কাউছার জাহান ঐশী , ডাঃ আকিদা খানম শান্তা প্রমুখ । পুষ্টি বিষয়ে বক্তাগণ শিক্ষার্থীদের কে পুষ্টি খাদ্য বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন। শিক্ষার্থীরা পরিবারের মধ্যে বাস্তবায়ন করার জন্য পরামর্শ প্রদান করেন।
Leave a Reply