সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:০০ অপরাহ্ন

নেত্রকোণায় কিশোর-কিশোরীদের নেতৃত্ব ও জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ২০০ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ স্বাবলম্বী উন্নয়ন সমিতি (সাস), নেত্রকোণা এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), ঢাকা এর যৌথ উদ্যোগে কৈশোর কর্মসূচির অধীনে নেতৃত্ব ও জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গত ০৭ এপ্রিল ২০২২ থেকে ২৪ এপ্রিল ২০২২ পর্যন্ত নেত্রকোণা সদর উপজেলা এবং কেন্দুয়া উপজেলার ০৩টি ইউনিয়নের ১৬টি কিশোর-কিশোরী ক্লাবে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এসব প্রশিক্ষণে ইউনিয়নে গঠিত কিশোর-কিশোরী ক্লাবের মোট ৩২০জন সদস্য অংশগ্রহণ করেন।

উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন আলী আহসান সুমন, ফোকাল পার্সন, কৈশোর কর্মসূচি। মো. ফখরুল ইসলাম, ইউপি সদস্য, সুজলা আক্তার, স্বাস্থ্য কর্মকর্তা, মাকসুদা আক্তার, স্বাস্থ্য পরিদর্শক। আগামী দিনের যোগ্য নেতৃত্ব ও বিভিন্ন ক্ষেত্রে নিজেদের দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে নেতা কি? নেতার বৈশিষ্ট্য, নেতার গুণাবলি, প্রকৃতি ও সমাজ, জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন, জীবন শৈলি, মোবাইল ফোনের অপব্যবহার, সামাজিক দায়িত্ব ও কর্তব্য, কমিউনিটি লাইব্রেরি স্থাপন ও পরিচালনা বিষয়ে বিভিন্ন সেশন নেয়া হয়।

প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ঝলমল সরকার ঝলক, সিনিয়র প্রোগ্রাম অফিসার, কৈশোর কর্মসূচি, স্বাবলম্বী উন্নয়ন সমিতি, নেত্রকোণা।

শেয়ার করুন:

এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি