মোহনগঞ্জ সংবাদদাতাঃ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ৩ নং তেতুলিয়া ইউনিয়নে ফাগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল শনিবার স্কুলে তালা খোলা হয়নি এবং মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়নি। বিভিন্ন সূত্রে জানা যায়, ফাগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টি গত ১৪ মে তালা খোলা হয়নি।
রাষ্ট্রীয় শোক দিবসের জাতীয় পতাকা অর্ধনির্মিত টানানো হয়নি । এ ব্যাপারে প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ এর নাম্বারে বারবার কল করে রিপোর্ট লেখা পর্যন্ত বন্ধ রয়েছে। সভাপতি শাহ আলম সহ শিক্ষকদের মোবাইল বন্ধ রয়েছে। ওই গ্রামের মেম্বার সাইকুলের নাম্বারে রিং হলেও রিসিভ করেননি। এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ সাহা মোবাইল রিসিভ করেননি। দুপুর একটায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিপালী সরকার এর সাথে কথা হলে তিনি সত্যতা স্বীকার করে বলেন প্রধান শিক্ষককে শোকজ করা হবে।
মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছাব্বির আহমেদ আকুঞ্জি বলেন, তদন্ত সাপেক্ষে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বিকাল চারটায় নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ শাহীন এর সাথে কথা বলে তিনি বলেন খোলার দিনে স্কুল বন্ধ রাখা এবং আজকে জাতীয় পতাকা অর্ধনির্মিত না টানানো গুরুতর অপরাধ। অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply