বিশেষ প্রতিনিধি:গত বুধবার নেত্রকোনা জেলার ,পৌর এলাকার কাটলী ৭ নং ওয়ার্ড ও ৯ নং ওয়ার্ড খতিব নগুয়া ও কুরপাড় এর এলাকায় হিমালয় উন্নয়ন সংস্থার ভৌগ্যপন্য বিতরন করা হয়।
গরীব,অসহায়,খেটে খাওয়া দিনমজুর ৬৫ জন মানুষকে বিনামূল্যে ও সাধারন ৫৩৫ জন মানুষকে ন্যায্য মূল্যে ভৌগ্য পন্য বিতরন কমসূচি সফল ভাবে সম্পন্ন করেন হিমালয় উন্নয়ন সংস্থা ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সংস্থার সম্মানীত সভাপতি সারোয়ার জাহান রঞ্জন সহ বিশেষ অতিথি হিসেবে অনেক সাংবাদিক ,সূশীল সমাজের বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন । এছাড়াও স্বাস্থ্য সেবা কমসূচি,শিক্ষা সেবা কমসূচি,স্বাস্থ্য সম্মত সেনিটেশন কমসূচি,বৃক্ষ রোপন পরিবেশ সংরক্ষন বনায়ন কমসূচি , দক্ষতা উন্নয়ন কমসূচি বিভিন্ন রকম ট্রেনিং সেবা বিনামূল্যে ও মানবাধিকার ও আইন সহায়তা কমসূচি সহ বিভিন্ন রকম সেবা সমুহ পরিচালনা করবে বলে জানান,হিমালয় উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মিজানুর রহমান।
Leave a Reply