‘‘বিশেষ প্রতিনিধিঃ-নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌরসভার আল মবিন রোডের ছিনতাই মামলায় এ সংবাদ লিখা পর্যন্ত ৩ জনকে আটক করা হয়েছে। গতকাল ২ জনকে ৬ নভেম্বর রবিবার ১ জনকে নেত্রকোনা কোর্টে সোপর্দ করা হয়েছে । জানা যায়, মোহনগঞ্জের ১ নং বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের বড়তলী গ্রামের গোপাল চন্দ্র দাসের ছেলে পলাশ চন্দ্র দাস (১৯ ) ৪ নভেম্বর রাত সাড়ে দশটায় আল মবিন রোড দিয়ে বাড়ি যাবার পথে টেঙ্গাপাড়ার গোলাম মোস্তফার ছেলে জহিরুল ইসলাম শেখ ওরফে মিঠু (২৫ ) সহ কয়েকজন যুবক গতিরোধ করে মোবাইল ছিনতাই করে নিয়ে যায় ।,
পলাশের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে মিঠুকে এলাকাবাসী ধরে ফেলে। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মিঠুর দেহ তল্লাশি করে ছিনতাইকৃত মোবাইলটি উদ্ধার করে থানায় নিয়ে মিঠুকে জিজ্ঞাসাবাদ করলে তার সাথে আরো কয়েকজন ছিল নাম সহ তথ্য প্রদান করে। উক্ত তথ্যের ভিত্তিতে ঐ রাতেই মাইলোড়া খেলার মাঠ সংলগ্ন অলির ছেলে সৈকত (২৮ ) আটক করা হয়। ৫ই নভেম্বর মিঠু ও সৈকতকে কোর্টে সোপর্দ করা হয় ।;’
পুলিশের অভিযানের ধারাবাহিকতায় ছিনতাই মামলার অপর আসামিকে শুক্রবার রাতে কলেজ রোডের মৃত শাহজাহানের ছেলে আকাশ (২৫ ) আটক করা হয়। ৬ নভেম্বর আটককৃত আকাশকে নেত্রকোনা কোর্টে সোপর্দ করা হয়েছে। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, মোবাইল ছিনতাইকারীদের তথ্য পেয়েছি। তাদেরকে আটক করতে পারলে অপরাধ অনেকাংশে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। । মোহনগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।,,
Leave a Reply