কেন্দুয়া প্রতিনিধি :নেত্রকোণার কেন্দুয়ায় এডুকেশন ডেভেলপমেন্ট এসোসিয়েশন ( ইডিএ) বাৎসরিক এজিএম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার রামপুর বাজারে কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.হায়দার আহমেদ খান এফসিএ ।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাহমুদুননবী হাবিব বাৎসরিক রিপোর্ট উপস্থাপনের পর মুক্ত আলোচনা অংশ নেন নেতৃবৃন্দ। সভায় চলমান কার্যক্রমের পাশাপাশি জাতীয় দিবস গুলোতে শিশু শিক্ষার্থীদের অংশ গ্রহণমূলক অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। উল্লেখ্য,২০০৪ সালে প্রাথমিক শিক্ষার মান মানোন্নয়নের লক্ষ্যে এডুকেশন ডেভেলপমেন্ট এসোসিয়েশন ( ইডিএ) নামে সংগঠনটি প্রতিষ্ঠা করেন উপজেলার দলপা ইউপির জল্লি গ্রামের বাসিন্দা বিশিষ্ট শিক্ষানুরাগী , কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা হায়দার আহমেদ খান এফসিএ। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় কিছু শিক্ষানুরাগীদের নিয়ে এ সংগঠনটি গঠন করা হয়।
প্রতিষ্ঠার পর থেকে কেন্দুয়া উপজেলাসহ নেত্রকোণার সদর উপজেলার মদনপুর ইউনিয়নের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নানামুখী কাজ করে ভূয়সী প্রশংসা অর্জন করে চলছে সংগঠনটি।
Leave a Reply