বিশেষ প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সোয়াইর ইউনিয়নের রানাহিজল ও দত্তগাতি গ্রামের সরকারি খাস ভুমি বেদখল করার প্রতিবাদ করায় গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ও সরকারি সম্পত্তি উম্মুক্ত ব্যবহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।,
বৃহস্পতিবার বিকালে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সোয়াইর ইউনিয়নের রানাহিজল জলাশয়ের পাড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয়রা। ,
মানববন্ধনে বক্তারা বলেন আমরা বংশানুক্রমিক ভাবে এই রানাহিজল বিলের পানি কৃষি ও গৃহস্থালি কাজে ব্যবহার করে আসছি কিন্তু এলাকার চিহ্নিত ভুমি দস্যু মতিউর ও কাঞ্চন গং এই সম্পত্তি বেদখল করে গ্রামবাসীকে তা ব্যবহার করতে দিচ্ছে না। গ্রামবাসী প্রতিবাদ করলে উল্টো মামলা দিয়ে হয়রানি করে। তাই সরকারি সম্পত্তি উদ্ধার করে উম্মুক্ত ব্যবহারের দাবি জানান তারা।
Leave a Reply