বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকায় আদিবাসীদের নিয়ে এডভোকেসী লবি ও নেটওয়ার্কিং , ভুমি,পরিবেশ আইন বিষয়ক সামাজিক সংগঠনের দক্ষতা বৃদ্ধি মুলক প্রশিক্ষন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা ও কারিতাসের যৌথ উদ্যোগে অনুষ্টিত হয়।,
২৯ নভেম্বর কলমাকান্দা বরুয়াকোনা মিশন হল রুমে প্রশিক্ষন উদ্বোধন করেন, ফাদার ভেরিওয়েল চিসিম, প্রশিক্ষন সম্বনয়কারী বিপ্লব ঘাগ্রা (ইসিএল আরসি) সমন্বয়ে রিসোর্স পারসন হিসেবে ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার নেটওয়ার্ক মেম্বার এআরএফবি চেয়ারম্যান, দিলওয়ার খান।
প্রশিক্ষক হিসাবে ছিলেন সুমন মানখিন, -ডমিনিক রোরাম, কমিউনিটি অর্গানাইজার ও আদিবাসি সংগঠনের নেতৃবৃন্দ।,প্রশিক্ষণ কর্মসূচিতে আদিবাসী বিভিন্ন সংগঠনের ২৭ জন প্রশিক্ষণার্তি অংশগ্রহণ করেন।
Leave a Reply