মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় ইট ভাটা চালু রাখার দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান খালিয়াজুরীতে উপজেলা ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত কেন্দুয়ায় রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন ছাত্রদলের প্রতিবাদ মিছিল পার্থ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত খালিয়াজুরীতে বাবরের গণ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত কেন্দুয়া সরকারি কলেজে পরীক্ষার সময়সূচী আকস্মিক পরিবর্তন : বিপাকে পরীক্ষার্থীরা খালিয়াজুরীতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি দোহা, সম্পাদক কামরুল কলমাকান্দায় বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের দিয়ে মাটি কাটানোর অভিযোগ নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে বসন্তবরণ

শেরপুরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন

মোঃআশরাফুজ্জামান
  • আপডেট : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ২৬০ পঠিত

 

মো. আশরাফুজ্জামান, শেরপুর প্রতিনিধি শেরপুরে দৃষ্টিনন্দন সদর উপজেলা মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ১৬ জানুয়ারি সারাদেশে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের আওতায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওই মসজিদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে শেরপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ জিল্লুর রহমান সিদ্দিকী, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশীদ, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এসএম মোহাইমিনুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরোসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন মসজিদের ইমামসহ গণমাধ্যমকর্মীরা। মসজিদ উদ্বোধনের পর শেরপুর শহরের চাপাতলী এলাকায় নবনির্মিত সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উদ্বোধনী ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।,

পরে মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। জানা গেছে, এ মসজিদে মুসল্লিদের প্রবেশের জন্য রয়েছে দৃষ্টিনন্দন সিঁড়ি ও গাড়ী প্রবেশের র‌্যাম্প। ভবনের নীচ তলায় রয়েছে মৃত ব্যক্তির গোসলের ব্যবস্থা, প্রতিবন্ধী ব্যক্তির জন্য র‌্যাম্প-আলাদা নামাজের ¯স্থান-মানসম্মত ও অযুখানা, ইসলামী সংস্কৃতি ও গবেষণার জন্য বই বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র, হেফজখানা, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমাম ট্রেনিং সেন্টার, অটিজম কর্ণার, মানসম্মত রান্নাঘর ও ডাইনিং এবং ১০ টি গাড়ি পার্কিং এর ব্যবস্থা।,

দ্বিতীয় তলায় রয়েছে মুসল্লিদের জন্য নামাজের স্থান যেখানে একসাথে ৭২৭ জন নামাজ পড়তে পারবেন। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়, মানসম্মত টয়লেট ও ওজুখানা, মৃত ব্যক্তির গোসল ও জানাযার ব্যবস্থা, মহিলাদের জন্য পৃথক নামাজের ¯স্থান এবং প্রবেশের জন্য আলাদা সিঁড়ি, হেফজখানা, ইসলামিক গবেষণা কেন্দ্র, ইসলামিক লাইব্রেরী, মহিলাদের জন্য পৃথক ও মানসম্মত টয়লেট-অযুখানা।,

এছাড়াও ৯৬’-০” নয়নাভিরাম সুউচ্চ মিনার, ৪টি সুবিশাল এ দৃষ্টিনন্দন গম্বুজ এবং পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা রয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ মসজিদটির নকশা ও নির্মাণকাজ বাস্তবায়ন করেছে গণপূর্ত অধিদপ্তর। ঢাকার ঠিকাদারী প্রতিষ্ঠান এসেন ইঞ্জিনিয়ারিং এ্যান্ড কোম্পানী লিমিটেড এ কাজটি সম্পন্ন করেছে। মসজিদটির চুক্তিমূল্য ১২ কোটি ৬ লাখ টাকা হলেও আনুষঙ্গিক কিছু কাজসহ এটিতে মোট ব্যয় হবে প্রায় সাড়ে ১৩ কোটি টাকা।

 

শেয়ার করুন:

এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি