সরকারী ও এম.পি.ও নীতিমালা অনুযায়ী অতিথপুর আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় ,ডাক: অতিথপুর ভায়া মোহনগঞ্জ, উপজেলা: বারহাট্টা জেলা: নেত্রকোনার জন্য ১ জন পরিচ্ছন্নতাকর্মী, ১ জন নৈশ্য প্রহরী ও ১ জন আয়া নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীদেরকে প্রয়োজনীয় কাগজ পত্র ২ কপি ছবি ও এক হাজার টাকার (অফেরতযোগ্য) পোস্টাল অর্ডারসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন পৌছাইতে হবে।
প্রধান শিক্ষক
০১৩০৯১১২৯২৫
Leave a Reply