পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ৩০ এপ্রিল বিকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাজেট ঘোষণা অনুষ্ঠানে হোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম আকন্দ খোকনের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট পেশ করেন ইউপি সচিব মো. জুয়েল রানা সরকার।
২০২৩-২৪ অর্থবছরে বাজেটে আয় ধরা হয়েছে ১ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার ৮০০ টাকা। ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫২ লাখ ৮০ হাজার ৪০০ টাকা। বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ৫৫ হাজার ৪০০ টাকা।
উন্মুক্ত বাজেট সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আছমত আলী, ইউপি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামসুদ্দীন, প্রধান শিক্ষক নজরুল ইসলাম মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, সাংবাদিক মোঃ এমদাদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোজাহিদুল ইসলাম সেলিম, অগ্নিশিখা শিশু ফোরামের সভাপতি মোহাম্মদ জুবায়ের আহমদ, মোহাম্মদ মজিবুর রহমান প্রমুখ।বাজেট অনুষ্ঠানে উদ্যোক্তা, ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, শিক্ষক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply