বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ( স্কুল ও কলেজ ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ অনুযায়ী নেত্রকোণা সদর উপজেলাধীন হেনা ইসলাম কলেজে অফিস সহকারী কাম হিসাব সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর,
ল্যাব সহকারী (পদার্থ), ল্যাব সহকারী (রসায়ন), ল্যাব সহকারী (জীব) ল্যাব সহকারী (আইসিটি) ও আয়া পদের জন্য এক (০১) জন করে মোট সাতজন (০৭) জন জনবল নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীদের অফিস সহকারী পদের জন্য ৮০০ টাকা ও অন্যান্য পদের জন্য ৫০০ টাকার অফেরত যোগ্য ব্যাংক ড্রাফট/পোস্টাল অর্ডার, সদ্য তোলা পাস পোর্ট সাইজের ৩ কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র সহ বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন পৌঁছাতে হবে
Leave a Reply