সরকারি বিধি মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ ইং অনুযায়ী নবসৃষ্ট পদে নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসা, ডাকঘর- নূরপুর বোয়ালী, উপজেলা- খালিয়াজুরী, জেলা- নেত্রকোণা এর জন্য (সেসিপ) কর্তৃক পরিচালিত দাখিল ভোকেশনাল শাখায় কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ট্রেড-০১ জন এবং জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ট্রেড-০১ জন। ,
পদের নামঃ ল্যাব এ্যাসিস্টেন্ট/কম্পিউটার ল্যাব এ্যাসিস্টেন্ট নিয়োগ করা হইবে।,
সকল পদের জন্য মাদ্রাসার অনুকূলে সঞ্চয়ী হিসাব নং ৩৫০১৮১০০০০১৪০৬ এর মাঝে ১০০০/- টাকা (অফেরতযোগ্য) পোষ্টাল অর্ডার/ব্যাংক ড্রাফট সোনালী ব্যাংক, খালিয়াজুরী শাখা, নেত্রকোণায় জমাসহ, বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সুপার বরাবর আবেদন করতে হইবে।,
-সুপার
Leave a Reply