সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:২৩ অপরাহ্ন

মহুয়া সাহিত্য টিপস্

রিপোর্টারের নাম:
  • আপডেট : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ২৯০ পঠিত

পর্যটন
-রাব্বি চৌধুরী

তুমি কত সুন্দর পর্যটন
তোমায় দেখলে ভরে যায় মন
তুমি সেই পর্যটন।
তোমায় না দেখিলে ভরে না মন,
সৌন্দর্যের বন,
সেই হলো পর্যটন।
হাজারো মানুষের ভালোবাসা,
সেই হলো আদর্শনগর পর্যটন।
এই পর্যটনে ঘুরে দেখতে পাই,
ডিঙ্গাপোতা হাওর অঞ্চলে সমুদ্র সৈকত,
আস আস ছুটে আস যদি দেখতে চাও।
ওই সাজ্জাদুল স্যার করিয়াছে ভবন,
যা হয়েছে মনেরি মতো,
সেই হলো আদর্শনগর পর্যটন।

 

মুখোশদারি
-সৈয়দা আসমা উল হোসনা

আজ কাল মন নিয়ে কেউ চিন্তা করে না,
করে সুন্দর মুখোশদারির খোলসের আয়নাটাকে।
চাকচিক্য ঝল ঝলে পোষাক,
আর উদ্ভট আচরণটাকে
ভেতরের মাঠ খালি
বাহিরের মাঠে,
তারা বড় খেলোয়ার,
আসলেও বল থাকে,
মাঠের বাহিরে
সব কিছু আপছা অন্ধকার।
কারো রং রোপ ঝলমলে পোষাক
স্বার্থপর ক্ষমতা দক্ষতায়
কেউ উপকৃত হবে দুরের কথা,
ক্ষতিটাই খুব বেশী,
জীবন্ত লাশ হয়ে
পরে থাকার আশংখা
আজকাল এর সংখ্যা
বেড়ে গেছে
আমরা ধরতে পারছিনা।
তাই তো মনের নাগাল
পাইতেছি না।

শেয়ার করুন:

এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি