আযানের ধ্বনি
-ফরিদা ইয়াসমিন
মসজিদের ঐ মিনার থেকে
আযানের ধ্বনি আসে ভেসে,
কি মধুর বাণী মোদের
হৃদয়ে শিহরণ জাগে।
আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণায়
যে বানী রয়েছে অমর,
সে ধ্বনি জানিয়ে দেয়
প্রভুর সাথে সাক্ষাতের খবর।
এই ধ্বনি শুনে মোরা
থাকতে পারি না ঘরে,
সব কাজ ফেলে সবাই
মসজিদে যাই ছুটে।
তোমার কাছে প্রভু মোরা
আর্জি করে যাই,
মরার পরেও যেন কবরেতে
আযানের ধ্বনি শুনতে পাই।
এই ধ্বনি শুনে আমি
ঘুমিয়ে পড়ি যাতে,
কবরের আযাব যেন আমায়
জাগাতে না পারে শত চেষ্টাতে।
রূপসি বাংলা
-শেফুলা আক্তার শেফালি
মানুষ জাতি উন্নতম ¯্রষ্টার সৃষ্টি।
শিউলি ফুলের মালা গেঁথে জেগে রই।
আমি বহু আশায় বুক বেঁধেছিলাম
ওরে নীল যমুনার জল,
কোথায় যাব বল।
শখি বাঁধিল ঝুলনিয়া গগন ও আংগিনায়
মধুর ছন্দে নাচে আনন্দে
এই দেশেরই মাটি খাঁটি সোনার চেয়ে দামি।
ধানে ভরা, গানে ভরা
ফুলে ভরা, ফলে ভরা
এই রূপসি বাংলার ভালোবাসাতে
প্রতিদিন প্রতিটি মূহুর্তে
পাখি হয়ে উড়তে
রিমঝিম বৃষ্টি পরে
ছায়া হয়ে আমি চাই চড়তে
প্রতিটি কথা বলতে।
আমার দেশের মত এমন দেশটি কোথাও নাই।
বুক জোড়ানো বধূর মুখের হাসি
প্রকৃতি হয় শান্ত সৃষ্টি।
কল্পনাতে কবি যেমন ছবি আঁকে
ধানের শীষে মুক্ত মানিক কত না আপন
এ যেন প্রকৃতির এক অলৌকিক ঘটনা।
বড় মাছের আশায়
-আসমা উল হোসনা
মাছ ধরিতে আইসা বিলে
বড় মাছের আশা কর
টেংরা পুটি সব হারাবি
ছোকরা এবার খালি তোর।
বড় মাছের ধুম পড়েছে
বিলে পড়ল সারা
মাছ কাটার দাওয়াত এল
সকল গেয়ো পড়া।
তোর ছোকরাতে মাছ নেই রে
অন্যের ছোকরা ভারি,
হাসি হাসি করে সবাই
বোকা ডাকবি তোরে।
ভুল করেছিস লোভ করেছিস
বড় মাছের আশায়
সকাল গিয়ে সন্ধ্যা হল
খালি হাতে বাসায়।
পাতিলে তোর ভাত নেই
ঘরে নাই ছাউনী
সারা রাত উপুস থাকলি
এক মুটো ভাত পাওনি।
Leave a Reply