বিশেষ প্রতিনিধি : ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন নেত্রকোনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ।
গত ৩০ জুন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া এর কাছ থেকে ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কার গ্রহণ করেন নেত্রকোণা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ । আনুষ্ঠানিক ভাবে এ পুরস্কার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তারসহ অন্যান্য বিভাগীয় কমিশনারগন এবং ময়মনসিংহের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম এবং জামালপুরের জেলা প্রশাসক মো. শফিউর রহমান প্রমূখ ।
Leave a Reply