খালিয়াজুরী প্রতিনিধিঃ নেত্রকোনা জেলাধীন খালিয়াজুরী উপজেলায় বৃহস্পতিবার উপজেলা হলরুমে আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন হাসিব উল আহসান উপজেলা নির্বাহী অফিসার অতিরিক্ত দায়িত্ব, খালিয়াজুরী নেত্রকোনা।
উপস্থিত ছিলেন আবু হাকিম চেয়ারম্যান মেন্দিপুর ইউনিয়ন, আবু ইসহাক চেয়ারম্যান খালিয়াজুরী সদর ইউনিয়ন, দেবেশ তালুকদার চেয়ারম্যান নগর ইউনিয়ন, শামীম মন্ডল চেয়ারম্যান কৃষ্ণপুর ইউনিয়ন, আব্দুর রউফ স্বাধীন চেয়ারম্যান গাজীপুর ইউনিয়ন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহবায়ক খালিয়াজুরী উপজেলা শাখা ।
এ সময় ২ নং চাকুয়া ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ অত্র মিটিংয়ে অনুপস্থিত ছিলেন। উল্লেখ্য যে তিনি বিগত পাঁচই আগস্ট এর পর থেকে কোন মিটিংয়ে উপস্থিত হন নাই। তাছাড়া খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন, মৎস্য কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, কৃষি সহকারী কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা অফিসার, খাদ্য নিয়ন্ত্রক সহকারী কর্মকর্তা, জনস্বাস্থ্য কর্মকর্তা, আনসার ভিডিপি কর্মকর্তা, দারিদ্র বিমোচন ফাউন্ডেশন, কর্মকর্তা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা, খালিয়াজুরী সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক দীপঙ্কর দত্ত রায়, মোহাম্মদ হাবিবুল্লাহ আহবায়ক খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাব, সহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply