মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :

খালিয়াজুরীতে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

মো: হাবিবুল্লাহ
  • আপডেট : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৪০ পঠিত

খালিয়াজুরী প্রতিনিধিঃ নেত্রকোনা জেলাধীন খালিয়াজুরী  উপজেলার কৃষি সম্প্রসারণ হল রুমে বৃহস্পতিবার  বেলা ১১.০০ ঘটিকা হইতে একদিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ  অনুষ্ঠিত হয়।খালিয়াজুরী উপজেলার কৃষি অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমা লাইজু পরিচালক ময়মনসিংহ অঞ্চল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুজ্জামান উপ পরিচালক নেত্রকোনা জেলা শাখা।জানা যায়, উপজেলার শতাধিক কৃষক-কৃষানীর মাঝে আধুনিক ফসল ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি ধান, গম, ভুট্টা, চাষের  যান্ত্রিক করন ও সেজ ব্যবস্থাপনার বিষয়ে একদিন ব্যাপী প্রশিক্ষণ  দেওয়া হয়। সভাপতি দেলোয়ার হোসেন জানান, অত্র উপজেলায় ২০২৪ ইং সনে  ১৮০০ কৃষকের মাঝে ১ কেজি করে সরিষা বীজ  ও ১০ কেজি ডি, ও পি, সার, ১০ কেজি করে এম,ও,পি, সার বিতরণ করা হয়েছে, এবং ৪৬০০ কৃষকের মাঝে ২ কেজি করে বীজ ধান বিতরণ  করা হয়েছে।

তিনি আরো জানান ধান গবেষণা ইনস্টিটিউট থেকে নতুন জাত প্রযুক্তি এনে হাওড় অঞ্চলে সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্রি ধান ১০২, ব্রি ধান ১০৪, ব্রি ধান ১০৫ ও ব্রিধান ১০৭। পাশাপাশি বস্তায় আদা ও সবজি চাষের জন্য কৃষকদের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক সালমা লাইজু বলেন, আপনারা সকলেই বেশি বেশি করে সরিষা চাষ করেন।  কারণ ভোজ্য তেলের চাহিদা পূরণের জন্য হাওড়ার অনাবাদী জমি গুলোতে সরিষা চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এজন্য তিনি হাওরে বিনা চাষে সরিষা আবাদ কৌশল নিয়ে আলোচনা  করেন। পাশাপাশি হাওর অঞ্চলের কৃষাণ-কৃষানীর জন্য পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বস্তা বা জিও ব্যাগে সবজি চাষ করার উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেন। নেত্রকোনা জেলার উপ-পরিচালক নুরুজ্জামান বলেন,  হাওর  অঞ্চলের বুরো ধানে সুসম মাত্রায়  সার ব্যবহারের কৌশল নিয়ে আলোচনা করেন, যা কৃষকদের স্যারের অপচয় রোধ ও অর্থ সাশ্রয় করবে। পরিশেষে সকল প্রশিক্ষণার্থীর মাঝে প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়

শেয়ার করুন:

এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি