খালিয়াজুরী প্রতিনিধিঃ নেত্রকোনা জেলা দিন খালিয়াজুরী উপজেলার কলেজ মাঠে গতকাল ২৪ শে ফেব্রুয়ারি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের গণ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । হাজারো জনতার মাঝে খালিয়াজুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান কেষ্ঠ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি ও গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আশরাফ উদ্দিন খান সাবেক এমপি নেত্রকোনা, মোঃ আব্দুল মান্নান তালুকদার সাবেক উপজেলা চেয়ারম্যান, খালিয়াজুরী, শফিকুল কাদের সুজা সাবেক সাংগঠনিক সম্পাদক নেত্রকোনা, মেজর সিদ্দিক আটপাড়া কেন্দুয়া উপজেলার এমপি প্রার্থী , এডভোকেট মাসুদ রানা চৌধুরী, সাধারণ সম্পাদক নেত্রকোনা জেলা বার সমিতি , যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি নেত্রকোনা, মোঃ ইমরান মিয়া মোহনগঞ্জ।
বক্তব্য রাখেন যুগ্ন-আব্বায়ক ইদ্রিস আলী মোল্লা, নাজমুল হক আরিফ, তরিকুজ্জামান তরো, আসিফুজ্জামান চৌধুরী উজ্জ্বল ,সাবেক আহ্বায়ক মাসুদ রানা । উপস্থিত ছিলেন যুবদল নেতা এনামুল হক ছোটন, রাজিব হোসেন পলাশ, স্বেচ্ছাসেবক দলনেতা ফাহিম হোসেন সুমন, রায়কুল হোসেন পাঠান কৃষক দলনেতা দেলোয়ার হোসেন ঝন্টু, পান্ডব সরকার ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম পলিন , ওলামা দলের নেতা হাফেজ মোহাম্মদ আনোয়ার হোসেন সহ মহিলা দলনেত্রীগণ সহ বিএনপির অঙ্গ সংগঠনের প্রায় পাঁচ হাজার নেতাকর্মীর উপস্থিতিতে উক্ত গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয় ।
Leave a Reply