পহেলা বৈশাখে সব ব্যাথা বেদনা ভুলে
এসোনা সবাই মনের নাগর দুলাই দুলি।
নতুন বছরকে স্বাগতম জানাই
বৈশাখী ঝড়ে আম কুড়াই,
দিয়ে রঙিন ফুল কলি।
কৃষ্ণচূড়ার লালে লাল হয়ে
সবাই বৈশাখকে আমন্ত্রণ করি,
এসো হে বৈশাখ,
আমার বাড়ি।
খেতে দিব চিড়া মুড়ি
আরো আছে চিকে তুলা দই
বটতলাই মেলা বসছে ওই।
মাটির খেলনা নাটাই ঘুড়ি
উড়ছে আজ বাংলা জুড়ি
পান্তা ইলিশ সকাল বেলা
জুড়ায় মনের সকল জ্বালা।
বছর ঘুরে এলোরে ভাই, বৈশাখি মেলা
কল-কাকলির সুরে-সুরে,
এযে প্রাণের খেলা।
বৈশাখি মেলারে ভাই, বৈশাখি মেলা
নবীন-প্রবীন সবাই মিলে
পান্তা ইলিশ খাই।
এসো-এসো সবাই মিলে
রমণার বটমূলে যাই
সম্মিলীত কন্ঠে রমণাতে গান গাই।
আনন্দ উল্লাসে বাংলার ঘরে ঘরে
বৈশাখির আনন্দ হোক বাঙ্গালীর ইস্তরে।
গ্লাণিভরা কালোধুয়া জাক মুছে জাক
পান্তা-ইলিশ নিয়ে এলো পহেলা বৈশাখ।
বাংলার প্রতি ঘরে ঘরে আনন্দ পৌছাক
হাতে-হাত রেখে, রমণার বটছায়ায় গানের খেলা
এক সুরে সবাই বলি বৈশাখি মেলারে ভাই বৈশাখি মেলা।
Leave a Reply