যশোর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নৌকার প্রার্থীর বিপক্ষে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ২৮ নেতাকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে বহিষ্কারের ঘোষণা দেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন।
শহিদুল ইসলাম মিলন বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নৌকার প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে তাদের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হচ্ছে।
সদর উপজেলার হৈবতপুর ইউনিয়ন থেকে বহিষ্কার করা হয়েছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি আহম্মাদ আলী ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হরেন কুমার বিশ্বাসকে।
ইছেনী ইউনিয়নের উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আনিছুর রহমান ডেডিট ও সাবেক ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদকে।
নওয়াপাড়া ইউনিয়নের জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য কাজী আলম ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হুমায়ূন কবীর তুহিনকে বহিষ্কার করা হয়েছে।
উপশহর ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন রত্ন; কাশিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বিএম সাইফুল ইসলাম; চুড়ামনকাঠি ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবীর মিলন; দেয়াড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আনিছুর রহমান আনিস; আরবপুর ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ফারুক আহম্মেদ বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম; চাঁচড়া ইউনিয়নের জেলা ছাত্রলীগের সাবেক নেতা শামীম রেজা ও জেলা তাঁতী লীগ নেতা ফারুক হোসেন; রামনগর ইউনিয়নের জেলা তরুণলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান লাইফ; ফতেপুর ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন, মহিলা আওয়ামী লীগের নেতা ফাতেমা আনোয়ার, শিল্পী বেগম; কচুয়া ইউনিয়নের জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি শেখ মাহমুদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আব্দুর রশিদ, কাজী হাফিজুর রহমান রত্ন; নরেন্দ্রপুর ইউনিয়নের ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জাকির হোসেন, সদর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়াও সংবাদ সম্মেলন থেকে অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সানা আব্দুল মান্নানকে বহিষ্কার করা হয়।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ, মেহেদী হাসান মিন্টু, প্রচার সম্পাদক মুন্সী মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply