ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানের পদত্যাগ ‘নাটকের’ নতুন মোড়। এবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন প্রশ্ন করলেন, ‘নতুন কমিটিই তো দেইনি, আকরাম ছাড়বেটা কী?’ তার ভাষ্য, ‘এখানে কমিউনিকেশন গ্যাপ আছে। প্রথম কথা হচ্ছে, আমরা এখনো কমিটি কাউকে দেইনি, তাহলে এটা ছাড়বে কী। যেটা ছিল, সেটা শেষ। শেষ হওয়ার পর সেটা কি আবার ছাড়া যায় নাকি? বিষয় যেটা হচ্ছে… এই যে অন্তর্বর্তীকালীন সময় সেটা আকরাম চালিয়ে যাচ্ছিল।’
মিরপুরে তিনি আরো বলেছেন, ‘আমি গণমাধ্যমে শুনলাম যে ও থাকতে চাচ্ছে না। আমি প্রথমে ভেবেছিলাম এই অন্তর্বর্তীকালীন সময়টায় থাকতে চাচ্ছে না। তারপর ওকে জিজ্ঞেস করলাম, ও বলল, না। এই সময়টা না, যেহেতু সে আট বছর ধরে ছিল। এটাতে প্রচুর কাজ। প্রচুর সময় দিতে হয় অপারেশন্সে। সে অন্য কোনটায় দিলে… সে মনে করছে এখানে যে পরিমাণে সময় দেওয়া দরকার সেটা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে। তার প্রেফারেন্স তাকে অন্য কোনো জায়গায় দিলে তার কোনো আপত্তি নেই। থাকব না না, অন্য কিছু না।’
‘আবার এটাও বলেছে, আপনি যেটায় দেন সেটায় থাকব। এমন না যে, সে ছেড়ে দিচ্ছে, থাকব না। নাথিং লাইক দ্যাট। সে তার সমস্যার কথা বলেছে। কোভিড পরিস্থিতির কারণে এখন অনেক কিছুই কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে সে মনে করছে তার জন্য কঠিন হয়ে যাচ্ছে সময় দেওয়া। কারণ তার পরিবার ও অন্য দিকও আছে।’
পারিবারিক সিদ্ধান্তে বিসিবির পরিচালক আকরাম ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান পদ থেকে সরে যাচ্ছেন। গণমাধ্যমে এমন ঘোষণা দিয়েছেন আকরাম খান নিজেই। সঙ্গে জানিয়েছিলেন, বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে কথা বলে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। সেই বিষয়ে আলোচনা করতে আজ মিরপুরে হাজির হয়েছিলেন নাজমুল হাসান, আকরাম খানসহ বোর্ডের একাধিক পরিচালকরা। বৈঠক থেকে বেরিয়ে নাজমুল হাসান গণমাধ্যমে এসব কথা বলেন।
Leave a Reply