একুশের ব্যথা
-ফরিদা ইয়াসমিন
একুশ এলেই মনে পড়ে
ভাই হারানোর কত ব্যথা,
বুকের রক্তে ফিরিয়ে দিল
আমার মায়ের মুখের কথা।
১৪৪ ধারা ভেঙ্গে গিয়ে
মিছিলে যোগ দিলে তারা,
বুলেটের আঘাতে লুটিয়ে পড়ল মাটিতে
রফিক, জব্বার আরো ছিল যারা।
বাংলা আমার প্রাণের মাতৃভাষা
আমি বাংলায় কথা বলি,
বাংলার বাতাসে নি:শ^াস নিয়ে
বাংলার আলোতে পথ চলি।
তবে কেন আমার ভাইয়ের বুকে
মারলি গুলি হায়েনার দল?
তোদের আমরা ধিক্কার জানাই
পাবে পরকালে এর ফল।
একুশে ফেব্রæয়ারী হৃদয়ের ক্ষত
আসে আমার দুচোখে কান্না,
হারিয়েছি সোনার ভাই শফিক
সহ হিরা মানিক পান্না।
ভাষার তরে জীবন দিল
কি করে ভুলি একুশের কথা,
হৃদয়ে আমার রক্ত ঝরে
ভুলতে পারিনা একুশের ব্যথা।
ভালবাসার দাম কমেছে
-সৈয়দা আসমা উল হোসনা
রুক্ষু ভাইয়ের সুক্ষ চিন্তা
মাথায় এল কবে,
ভালবাসার দাম বেড়েছে
কিনবে কেমনে তবে।
ভবের হাটে চলল হেটে
মাথায় কড়া রোদ,
বটতলায় বসে একটা
খেল বিস্কুট।
সারা বাজার ঘুরল রুক্ষু
কোথাও ভালবাসা নাই,
আধা পোয়া লাল মরিচ
কিনে নিল তাই।
হঠাৎ শুনে ভালবাসার
ব্যর্থতায় গলায় দরি দিল কালাচান।
রুক্ষু মিয়া যর্দ্দা পাতায়
খেল এক খিলি পান।
ভালবাসা কিনবে না সে
তওবা করল বসে,
গলায় দরি দিতে হবে অবশেষে।
এই বলিয়া বাজার থেকে
পালাতে সে চায়,
পাঁচ টাকা করে মুদির দোকানে
ভালবাসা পাওয়া যায়।
গোপন বাঁশি
-শেফুলা আক্তার শেফালি
সত্য আবদ্ধ থাকে
মিথ্যা নিয়ে মানুষ চলাচল করে।
চল রে চল হাতি
তুমি আমার জীবন সাথী।
গাছে কয় গাছের লতা
মানুষে কয় গাছের পাতা।
শুক্ক তারার আঁখি মেলে
জাগো জাগো সখি।
গোপন বাঁশি গোপন কথায়
আমি কান পেতে রই।
আমার ভাষায় গায়কি কথা
আমি বারে বারে কান পেতে রই।
Leave a Reply