বারহাট্টা প্রতিনিধিঃ নেত্রকোণার বারহাট্টা প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বারহাট্টা প্রেস ক্লাবে এ মিলাদ ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।
বারহাট্টা প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলামের সভাপতিত্ব ও বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুলের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাইনুল হক কাসেম।
অন্যান্যের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) সানজিদা চৌধুরী, কৃষি অফিসার রাকিবুল হাসান, বারহাট্টা থানার ওসি মোঃ লুৎফুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদের, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম রিজভী, আনিছুল আলম শামীম, শিক্ষক হায়দার আলী, শাহজাহান, সাংবাদিক মাসুদুর রহমান খান, রুকুনুজ্জামান খান, আজিজুল হক ফারুক, মোখলেছুর রহমান হীরা, মামুন কৌশিক, সোহেল খান দুর্জয়, আফজল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply