সর্বশেষ ২০২১ খ্রিঃ সরকারী বিধি মোতাবেক কুতুবপুর পাবলিক উচ্চ বিদ্যালয়, ডাকঘর- কে. কল্যাণপুর, উপজেলা- খালিয়াজুরী, জেলা- নেত্রকোণার জন্য ১ (এক) জন কম্পিউটার ল্যাব অপারেটর, ১ (এক) জন নৈশ প্রহরী, ১ (এক) জন অফিস সহায়ক ও ১ (এক) জন আয়া আবশ্যক।
কম্পিউটার ল্যাব অপারেটরের জন্য, কম্পিউটার/তথ্য যোগাযোগ প্রযুক্তিসহ এইচ.এস.সি বিজ্ঞান বিভাগ/সমমান অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ৩ (তিন) বছর মেয়াদী ডিপ্লোমা।
নৈশ প্রহরী, অফিস সহায়ক ও আয়ার জন্য ৮ম শ্রেণী পাস। ল্যাব অপারেটরের জন্য ১০০০ (এক হাজার) টাকা এবং নৈশ প্রহরী, অফিস সহায়ক ও আয়ার জন্য ৭০০ (সাতশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার/পোষ্টাল অর্ডার এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২০/০৬/২০২২ খ্রিঃ মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন করার জন্য অনুরোধ হলো।
নিবেদক
প্রধান শিক্ষক
মোবাঃ ০১৭২৫৩৮২৫১০
০১৩০৯১১২৯৭৭
Leave a Reply