আবশ্যক চতুর্থবার, সরকারী বিধি মোতাবেক শিবপ্রসাদপুর দাখিল মাদ্রাসা, ডাকঘর: দেওপুর, উপজেলা+জেলা: নেত্রকোণা এর জন্য শুন্য পদে গ্রেড-৭, স্কেল-২৯০০০ একজন সুপার নিয়োগ করা হবে।
উক্ত পদের জন্য আগ্রহী প্রার্থীগণ প্রয়োজনীয় কাগজপত্রসহ সভাপতি বরাবরে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ১৫০০ টাকার পোষ্ঠাল অর্ডারসহ (অফেরৎযোগ্য) আবেদন পৌঁছাতে হবে।
উল্লেখ্য যে পূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নাই। -সভাপতি
নিয়োগ বিজ্ঞপ্তি
(৪র্থ বার)
সরকারী বিধি সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ মোতাবেক ধর্মরায় রামধন উচ্চ বিদ্যালয়, পো: সুখারী, উপজেলা: আটপাড়া, জেলা: নেত্রকোণা এর জন্য শুন্য পদে ১(এক) জন প্রধান শিক্ষক আবশ্যক।
আগ্রহী প্রার্থীগণকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ, এনআইডি সত্যায়িত ফটোকপি, ছবি ২ কপি, সোনালী ব্যাংক আটপাড়া শাখার অনুকূলে ১০০০ টাকার ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সহ সভাপতির বরাবরে আবেদন করুন। পূর্বের আবেদনকারীদের পুনরায় আবেদনের প্রয়োজন নাই।
-সভাপতি
Leave a Reply